চট্টগ্রামে করোনাযুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন আরো ৭ রোগী

১১৪

চট্টগ্রামে করোনাযুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন আরো ৭ রোগী।

গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে ৫ জন এবং বিআইটিআইডি হাসপাতাল থেকে ২ জনসহ মোট ৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়।

নতুন নিয়ম অনুযায়ী একটি নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এবং তিন দিন ধরে শরীরে কোনো ধরনের উপসর্গ না থাকায় এসব রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন, প্রফেসর ডা. এম এ হাসান ও ডা. আব্দুর রব।

এ নিয়ে মোট ৯৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তবে ছাড়পত্র দেয়া হলেও তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like