চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১.৮৩ শতাংশ

চট্টগ্রামে টানা পাঁচদিন পর করোনাভাইরাসে সংক্রমণ হার ১ শতাংশের বেশি হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা পরীক্ষায় ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। আক্রান্তের হার ১ দশমিক ৮৪ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো রিপোর্টে এসব তথ্য মিলে।

রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট ও নগরীর তেরোটি ল্যাবে শনিবার ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ৭ জন ও দুই উপজেলার ৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৫৯৪ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৬৭ জন ও গ্রামের ৩৪ হাজার ৫২৭ জন। এ দিনে করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।

You might also like