চট্টগ্রামে কাজ পাওয়ার দাবীতে শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

৩৮৬

কাজ থেকে অব্যহতি দেওয়া শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও নতুন করে কাজ প্রাপ্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম কোস্টার হেজ শ্রমিক ইউনিয়ন।

রোববার সকালে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কাজ থেকে বঞ্চিত হওয়া ৫ হাজার শ্রমিক রয়েছে। কাজ না থাকায় শ্রমিক পরিবার- পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আমাদের কাজের ব্যবস্থা না করলে বড় ধরনের আন্দোলন করব। এমনকি একযোগে আত্মহত্যার ঘোষণা দিতে বাধ্য হব। এই জন্য চট্টগ্রাম বন্দর লাইটার জাহাজ মালিক দায়ী থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জেবল হক, সাধারণ সম্পাদক হুমায়ন কবিরসহ আরো অনেকে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like