চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯৯ জন করোনায় আক্রান্ত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫৭৮টি নমুনা পরীক্ষায়, গতকাল রাতে এ ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে মহানগর এলাকার ৬৫ জন ও বিভিন্ন উপজেলায় ৩৪ জন রয়েছেন। এদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। তিনি বিষয়টি গতকাল রাতে নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি