চট্টগ্রামে চুরি হওয়া ৩০ লাখ টাকা মূল্যের ৩৩০ কার্টন সুতা উদ্ধার

১১২

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া আমদানিকৃত ৩০ লাখ টাকা মূল্যের ৩৩০ কার্টন সুতা উদ্ধারের পাশাপাশি চুরির সাথে জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল লালদীঘি নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ।

তিনি বলেন, আটককৃতদের তথ্য অনুযায়ী কয়েকদিনের অভিযানে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া এসব সুতা উদ্ধার করা হয়।

গত ৪ ফেব্রুয়ারি ইপিজেড এলাকা থেকে গাজীপুর নেয়ার পথে চুরি হয় এসব সুতা। পরে ৭ ফেব্রুয়ারি ইপিজেড থানায় মামলা দায়ের করেন সুতার মালিক। পরে পুলিশ তদন্তে নেমে এ চক্রকে গ্রেফতার করে।

 

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like