চট্টগ্রামে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী খুন

১০৬

চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডে  ছুরিকাঘাতে সানি নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার ওমরগণি এমইএস কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, কলেজ ছাত্রলীগের দুইটি গ্রুপের সদস্যদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ঘটনাটি সমাধান করার জন্য সানিকে ফোন করে ডেকে আনা হয়। সানি এমইএস কলেজের সামনে আসলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতকরা। পরে তার সহপাঠিরা সানিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সিএমপির সিনিয়র সহকারী কমিশনার পরিত্রান তালুকদার জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like