চট্টগ্রামে ছুরিকাঘাতে তরুণী খুন

১২৮

নগরের চান্দগাঁও থানার মোহরা রেললাইন এলাকায় এক তরুণীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ রেললাইনের উপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত ওই তরুণীর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ১৬ বছর বলে জানিয়েছে। পুলিশ জানায়, মোহরা রেললাইনের উপর এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহতের মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like