চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন।
সকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ আয়োজিত শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী ভারতীয় হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী। এ উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে অংশ নেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান, রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিতসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি