চট্টগ্রামে জব্বারের বলী খেলার মেলা শুরু

আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যের জব্বারের বলী খেলার মেলা । আজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও আগের দিন থেকেই দেশের বিভিন্নস্থান থেকে আগত বিক্রেতারা নানা পণ্যের পশরা সাজিয়ে বসে পড়েছেন।

১৯০৯ সাল থেকে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘীর ময়দানে এই বলী খেলা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। করোনার কারণে গত দুই বছর এই আয়োজন বন্ধ থাকলেও এবার ১১৩তম আসর বসছে নগরীতে।

সরেজমিনে দেখা যায়, জব্বারের বলী খেলা উপলক্ষ্যে নগরীর কোতয়ালীর মোড় থেকে লালদিঘীর পাড় হয়ে আন্দরকিল্লা মোড় এবং নগরীর সিনেমা প্যালেস কেসিদে রোড হয়ে লালদিঘী পর্যন্ত মেলা বসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মাটির তৈজসপত্র, ফুলের টব, গাছে চারা থেকে শুরু করে ঘর সাজানোর নানা সামগ্রী ও মুড়ি-মুড়কির অনেক দোকান ইতিমধ্যে পশরা সাজিয়ে বসে পড়েছে। আনুষ্ঠানিক মেলা শুরুর আগেই শুরু হয়েছে বেচাবিক্রিও।