চট্টগ্রামে ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কিভাবে ভোট প্রদানে আগ্রহ বাড়ানো যায় সে ব্যাপারে কাজ করা হচ্ছে বলে জানালেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
আজ (সোমবার) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি। জেলা প্রশাসক বলেন, ঢাকা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল।
চসিক নির্বাচন যেন ঢাকা সিটি নির্বাচনের মতো না হয় সেজন্য ভোট প্রদানে ভোটারদের আগ্রহ বাড়াতে কাজ করা হচ্ছে।
এ সময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান আগামী চসিক নির্বাচন উৎসবমুখর করতে সকলকে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করার আহ্বান জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি