চট্টগ্রামে জীবাণুনাশক পানি ছিটিয়েছেন চসিক প্রশাসক
করোনাভাইরাস সংক্রমন রোধে চট্টগ্রাম মহানগরী এলাকায় ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন ।
আজ (বুধবরি) দুপুরে টাইগার পাশ মোড়ের সামনে থেকে পানি ছিটানো কাজ শুরু করেন।
১০ হাজার লিটার পানি ছিটিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক)। টাইগার পাশ মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত জীবাণুনাশক পানি রাস্তায় ছিটিয়েছেন তিনি।
সিটি কর্পোরেশন এলাকায় পর্যায়ক্রমে পানি ছিটানো হবে জানিয়ে প্রশাসক খোরশেদ আলম সুজন নগরীর চলমান প্রকল্প সমুহের সকলকে নিজ উদ্দ্যোগে পানি ছিটানোর অনুরোধ জানান।অন্যথায় নগরবাসী ধুলায় আক্রান্ত হলে আইনের আওয়ায় আনা হবে জানান।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি