চট্টগ্রামে ডবল মার্ডার মামলায় ১ জনের ফাঁসি
চট্টগ্রাম বান্ডেল রোড এলাকায় ২০০৯ সালে ৭০ বছরের বৃদ্ধা ও গৃহকর্মীকে হত্যার দায়ে মো. সোলায়মানকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরীর আদালত।
২০০৯ সালের ১৮ আগস্ট বান্ডেল রোডের একটি বাসায় খুন হন নুরজাহান বেগম ও পপি। এ সময় তার বাসা থেকে ৩ ভরি স্বর্ণ ডাকাতি করে দূর্বৃত্তরা। এ ঘটনায় নিহত নুরজাহানের ছেলে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার দায় স্বীকার করে আসামি সোলায়মান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে আদালত মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি