চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

৯৯

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পৃথক কর্মসূচী পালন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।

সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে সিটি কর্পোরেশনের উদ্যেগে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা কর্মসূচীর উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আক্তার চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে থেকে রাত ৮.০০ টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। এদিকে, সকালে সার্কিট হাউজ চত্বর থেকে ডেঙ্গু মোকাবেলায় জনসচেনতামূলক র‍্যালি বের করে জেলা প্রশাসন। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন, পুলিশ সুপার নূরে আলম মিনাসহ ছাত্রছাত্রীরা অংশ নেন এ র‍্যালীতে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like