চট্টগ্রামে দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর

৯৪

নগরের আমিন কলোনী এলাকায় আবুল কালাম খুনের ঘটনায় গ্রেফতার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত আসামীদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১০ জুলাই সকালে আমিন কলোনী এলাকায় দোকানের ওয়াইফাই কানেকশন নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হন আবুল কালাম। পুলিশ জানায়, ঘটনার দিন অভিযান চালিয়ে শান্তিনগর এলাকা থেকে মোশাররফ ও সুজন গাজীকে গ্রেফতার করা হয়। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like