চট্টগ্রামে দুই হাজার পিপিই দিয়েছে দেশের অন্যতম বড় শিল্পগ্রুপ ‘এস আলম’
চট্টগ্রামে ডাক্তার-নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিতদের জন্য দুই হাজার পিপিই দিয়েছে দেশের অন্যতম বড় শিল্পগ্রুপ ‘এস আলম’।
এর ফলে চট্টগ্রামে ডাক্তার-নার্সদের পিপিই সংকট অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
গতকাল সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়ার কাছে পিপিইগুলো হস্তান্তর করা হয়েছে।
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পক্ষ থেকে গ্রুপের কর্মকর্তা আকিজ উদ্দিন সেগুলো হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও পিপিইগুলো পাঠানো হবে যেনো চট্টগ্রামে চিকিৎসা সেবা সচল থাকে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি