চট্টগ্রামে দেড় হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

১২০

চট্টগ্রাম নগরীতে দেড় হাজার ইয়াবাসহ মা হোসনেয়ারা বেগম ও তার ছেলে মো. সুমনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল নগরীর খুলশী থানার মতিঝর্ণা ৫ নম্বর গলির আবদুল মালেক মিয়ার ঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‍্যাব জানায়, তাদের বাসার শয়নকক্ষে তল্লাশি করে ইয়াবা ছাড়াও বিপুল পরিমাণ গাজা এবং মাদক বিক্রির প্রায় সাড়ে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। তারা এসব ইয়াবা লালখান বাজার এলাকায় বিক্রি করতেন।

এছাড়া গ্রেফতার হওয়া ওই নারীর বিরুদ্ধে পাঁচটি এবং তার ছেলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like