চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ২৫, মৃত্যু ১

চট্টগ্রামে আবার বেড়েছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৫ জন। এ সময় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয় চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৬২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ দুই হাজার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ৭৩ হাজার ৮৫৯ জন, বাকি ২৮ হাজার ১৯১ জন বিভিন্ন উপজেলার। অন্য দিকে, এদের মধ্যে এ পর্যন্ত করোনায় মোট এক হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯২ জনের।

You might also like