চট্টগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
আজ ঐতিহাসিক ৭ মার্চ। দিনটি স্মরণে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছে রাজনীতিক ও সামাজিক সংগঠনগুলো।
সকালে এ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ অন্যরা।
এদিকে, চট্টগ্রাম ১১ সংসদীয় এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ এম এ লতিফ, নগর আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মিয়া, ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি