চট্টগ্রামে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

১৮

আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এদিনে, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালির মুক্তির দূত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী কুচক্রী মহল।

দিবসটি উপলক্ষে, সকালে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। পরে, নগরীর হালিশহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এদিকে, সকালে, কাউন্সিলরদের নিয়ে নগরীর টাইগারপাসস্থ সিটি করপোরেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের নানা কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। পরে চসিক ভবনে, দোয়া মাহফিল ও মেনন হাসপাতালে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সিটি মেয়র।

এছাড়া, দিবসটি উপলক্ষে সাতকানিয়া, ফটিকছড়ি, পটিয়া, কক্সবাজার, বাঁশখালীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে।

You might also like