চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

৩৩৬

নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা গেছেন শ্রমিক মো. গাফ্ফার। মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পু্লশি ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার বলেন, সিনেমা প্যালেস এলাকা থেকে গুরুতর আহত শ্রমিক মো. গাফ্ফারকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী ও প্রত্যক্ষদর্শী মো. রনি আলম বলেন, সিনেমা প্যালেসের পাশে নির্মাণাধীন ৬তলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান গাফ্ফার।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like