চট্টগ্রামে পাহাড়ে চলছে উচ্ছেদ অভিযান

৯৮

পাহাড়ে ‘মৃত্যুঝুঁকি’ নিয়ে বাস করা ৩৪টি পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসময় ব্যক্তি মালিকানাধীন মধু শাহ পাহাড় দখল করে গড়ে উঠা একাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

রোববার বিভিন্ন সার্কেলের এসি ল্যান্ডগণ এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার  মো. তৌহিদুল ইসলাম জানান, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিযান চালিয়ে মধু শাহ পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ৩৪টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ শেষে উদ্ধারকৃত জায়গা সংশ্লিষ্ট মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, বেশ কয়েকটি এলাকায় পাহাড়ে ঝুকিপূর্ন বসবাসকারী ৩৪ পরিবারকে উচ্ছেদ করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like