চট্টগ্রামে পৃথক অভিযানে ৪৫হাজার পিস ইয়াবাসহ আটক ২

১৩২

নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ।

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। ভোরে বাকলিয়ার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার জানান, আটককৃত মশিউর ট্রাক চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা করতেন। এদিকে, আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আরও দু’জনকে আটক করেছে র‍্যাব।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like