চট্টগ্রামে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

৯৯

চট্টগ্রাম নগরীতে পৃথক ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে।

পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় মোবারক হোসেন নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাহাড়তলী থানা পুলিশ জানায়, নিহতের মুখে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, কাঠের আঘাতে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি। এদিকে নগরের বাকলিয়া সরকারি হাইস্কুলের পাশে পুকুরে ডুবে সাঈদ আদিত্য নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া, নগরীর কোতোয়ালী থানা এলাকায় নূপুর বর্মন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like