চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু

১০৬

চট্টগ্রামে  পৃথক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের ২ নম্বর গেট অংশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে, নগরীর সবুজবাগে বাসের ধাক্কায় মো. আরিফ নামে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে বন্দর থানার কলসি দীঘির পাড় এলাকায় অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গেছেন মা মেয়ে।

You might also like