চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে দুটি সড়কের নামকরণের
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে দুটি সড়কের নামকরণের অনুমোদন দিয়েছে সিটি করপোরেশন।
দুপুরে চসিক মিলনায়তনে আয়োজিত ৪৬তম সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সড়ক দুটি হলো নগরের পোর্ট কানেকটিং সড়ক এবং আগ্রাবাদ এক্সেস সড়ক। এ সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, পোর্ট কানেকটিং সড়ক বন্দরের সঙ্গে সারা দেশকে যুক্ত করেছে। তাই সড়কটি বঙ্গবন্ধুর নামে নামকরণের উদ্যোগ নিয়েছে চসিক। এছাড়া, চসিকের সাবেক সফল মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নগরীর অভিভাবক ছিলেন বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি