চট্টগ্রামে বস্তিতে আগুন লেগে ৩৬ ঘর পুড়ে ছাই: নিহত ১

১৬০

নগরের চান্দগাঁও এলাকার একটি বস্তিতে অগ্নিকান্ডের সময় ঘরে শেকল বাঁধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকালে চান্দগাঁও আবাসিকের বি ব্লকের ৭ নম্বর সড়কের সন্নিকটে ফরিদের পাড়া-শমসের পাড়ার ওই বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের সিনিয়র অফিসার অতীশ চাকমা জানান, সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, কালুরঘাট ও বায়েজিদ স্টেশনের আটটি গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, অগ্নিকান্ডের পর একটি ঘরে বাঁধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন রবিউল হোসেনের (৩০) অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকান্ডে ৩৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানান এ কর্মকর্তা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like