চট্টগ্রামে বিদেশী ব্রান্ডের নকল মদ তৈরী চক্রের পাঁচ সদস্য আটক

১২৬

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশী বিভিন্ন ব্রান্ডের নকল মদ তৈরী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর পুলিশের উপ-কমিশনার ফারুক উল হক।  তিনি জানান , গত ১৪ তারিখে মদপানে আকবরশাহ এলাকায় ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া অপমৃত্যু মামলা  তদন্ত করতে গিয়ে পুলিশ এই নকল মদ তৈরী চক্রের সন্ধান পায়। আটককৃতরা তাদের থেকে নেয়া ভেজাল মদ খেয়ে আকবরশাহ এলাকার তিনজনের মৃত্যু হয়েছ বলে স্বীকার করেছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like