চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

১১৫

চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন ডিসি রোড ও কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ডিসি রোড এলাকার কালা মিয়ার ছেলে আবদুর রশিদ ও লাভলেইন এলাকার আবদুল মজিদ প্রকাশ লাল্লুর স্ত্রী নাজমা বেগম । চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে নাজমা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করছে তার পরিবার।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like