চট্টগ্রামে ভবনের নিচে গভীর মাটি খনন; ভবন ধসের আশঙ্কা

৩৭৬

নগরীর চান্দগাও আবাসিক এলাকার বহুতল ভবন নির্মানের জন্য নিয়মবহির্ভূতভাবে গভীর মাটি খননের ফলে পার্শ্ববর্তী চার তলা একটি বহুতল ভবন ধসের পড়ার আশংকা করছেন স্থানীয়রা।

নিচের মাটি সরে যাওয়ায় যেকোন সময় ভবন ধসে যেতে পারে বলে অভিযোগ করেছেন বিল্ডিং এর মালিক মোঃ ইকবাল। চান্দগাও আবাসিক এলাকার এ ব্লকের, ২ নং রোড এর সি-২ প্লটের চার তলা ভবনটির মালিক মোঃ ইকবাল অভিযোগ করে বলেন, তাকে কিছু না জানিয়ে হঠাৎ করেই যৌথ সীমানা প্রাচীর ভেঙ্গে তার পার্শ্ববর্তী ৭/বি প্লটের মালিক আমার বিল্ডিং এর দেওয়ালের নিচ থেকে গভীর মাটি সরিয়ে ফেলায় মারাত্বকভাবে ঝুঁকির সম্মুখীন হয়ে পড়েছে।

এতে করে যেকোন সময় বিল্ডিং ধসে প্রাণ হানি ঘটতে পারে। এ ব্যাপারে নগরীর চাঁন্দগাও থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন মোঃ ইকবাল। এ ব্যাপারে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে গেলে কাউকেই পাওয়া যায়নি।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like