চট্টগ্রামে ভুয়া পীরসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫১

চট্টগ্রামে পৃথক অভিযানে ভুয়া পীরসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরের আরেফিন নগর এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘মোহাম্মদ নেজাম উদ্দিন’ নামে এক ভুয়া পীরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মুক্তিযোদ্ধা কলোনীর ‘নেজামে খানকা’ থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ইয়াবা পাচারকালে শামসুল আলম ও পারভেজ নামে দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like