চট্টগ্রামে ভূমি রেজিষ্টারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

১১০

চট্টগ্রামে ভূমি অফিসের রেজিষ্টার, সার্ভেয়ারসহ মোট পাঁচজনের বিরুদ্ধে দূর্নীতি, প্রতারণা ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করেছে দুদক ।

বুধবার দুপুরে নগরীর আগ্রাবাদের অফিসে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদক চট্টগ্রামের উপ পরিচালক লুৎফুল কবির চন্দন। তিনি জানান, বর্তমান নীলফামারী জেলার রেজিষ্টার মোহাম্মদ লুৎফুর রহমান চট্টগ্রামে থাকাকালে ওয়াকফ স্টেটের ১৩০ কোটি টাকার জমির ভূয়া দলিল বানান। এছাড়া আরো তিন ব্যক্তির সাথে মিলে রাঙামাটি জেলার সার্ভেয়ার মোহাম্মদ আবদুল গফুর মিথ্যা সম্পদ বিবরনী দাখিল ও অবৈধভাবে  ৪১ লাখ ৮৩ হাজার টাকা অবৈধভাবে অর্জন করায় তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করা হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like