চট্টগ্রামে ভেটেরিনারী টিমের কার্যক্রম শুরু

৯৫

চট্টগ্রাম মহানগরীতে কোরবানীর পশুর হাটগুলোতে চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের অধীনে ভেটেরিনারী টিমের কার্যক্রম শুরু হয়েছে।

সকালে সাগরিকা বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ফরহাদ হোসেন। নগরীর পশুর হাটগুলোতে ৭১টি ভেটেরিনারী টিম কাজ করছে। এ টিমের সদস্যরা ক্রেতা-বিক্রেতাকে সুস্থ পশু কেনাবেচায় সহযোগিতা করাসহ পশুর অপচিকিৎসা রোধ এবং সহযোগী চিকিৎসা প্রদান করবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রেয়াজুল হক, ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইনসহ অন্যান্যরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like