চট্টগ্রামে রাস্তার পাশের ঝোপ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩০

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাস্তার পাশের একটি ঝোপ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাটাখালী ইউনিয়নের রাস্তার পাশের ঝোপ থেকে আলতাফ নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আলতাফের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। এদিকে কক্সবাজারের মহেশখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকযুদ্ধে আব্দুল মালেক নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

ভোরে শাপলাপুরের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় তৈরী অস্ত্র, ৪০ লিটার চোলাই মদ ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত আব্দুল মালেক চিহ্নীত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like