চট্টগ্রামে রেলস্টেশনে বেড়েছে যাত্রী চাপ
ঈদে অগ্রিম টিকেট কিনতে চট্টগ্রামের রেল স্টেশনে বেড়েছে টিকেট প্র্রত্যাশীদের চাপ।
মঙ্গলবার সকাল থেকেই স্টেশনে ভীড় জমাতে শুরু করেন টিকেট প্রত্যাশীরা। এবার লোকাল ও আন্তঃনগর মিলিয়ে ১২ হাজার টিকিট দেওয়া হচ্ছে এ ঈদে। এর মধ্যে আন্তঃনগর ট্রেনের ৭ হাজার ১৮টি, বাকি ৪ হাজার ৯৭৮টি টিকিট লোকাল ট্রেনের। কাউন্টারে দেওয়া হচ্ছে আন্তঃনগর ট্রেনের ৩ হাজার ৫৮৮টি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ট্রেনের টিকিট বিক্রি। রেলওয়ে কর্মকর্তা জানান, আজকে ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের ও ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ৫-১৪ আগস্ট পর্যন্ত দেয়া হবে ফিরতি ট্রেন টিকেট।
নিউজ ডেস্ক / বিজয় টিভি