চট্টগ্রামে শুরু হচ্ছে ডায়াবেটিক মেলা
ডায়াবেটিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ডায়াবেটিক মেলা।
আগামীকাল (বৃহস্পতিবার) সকালে ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন।
আজ (বুধবার) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।
লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসাপাতালে সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামে ডায়াবেটিস রোগীদের সচেতন করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি