চট্টগ্রামে হাজেরা তজু কলেজে বর্ধিত ফি প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

৪২৬

আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে নগরীর চান্দগাওস্থ হাজেরা তজু কলেজের বিভিন্ন নামে অতিরিক্ত বর্ধিত ফি প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে ২০১৭-১৮ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

আগামী ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থী এসব শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,হাজেরা তজু বিশ^বিদ্যালয় কলেজে বহুদিন যাবৎ অতিরিক্ত ফি দিতে দিতে আমরা অতিষ্ঠ। এই অতিরিক্ত ফি ও অত্যাধিক বেতন দেওয়া আমাদের অভিবাবকের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। ২য় বর্ষের সেশন ফি ১ হাজার ৯৫০টাকা দিতে গেলে আরো ৩ হাজার ২০০ টাকা দাবী করা হয়। মাসিক ফি ৫০০ টাকা উল্লেখ থাকলে ১ হাজার টাকা দাবী করা হয়।

এভাবে বিভিন্ন নামে-বেনামে আমাদের পক্ষ থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা দাবী করা হয়। এ অবস্থা থেকে পরিত্রান পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষ উপযুক্ত প্রদক্ষেপ না নিলে আমাদের মত শত শত শিক্ষার্থীর শিক্ষা জীবন বিপন্ন হবে।

এসময় কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রথমে হাজেরা তজু কলেজ পরে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে মানববন্ধন করেন।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like