চট্টগ্রামে ১৮টি আইসিইউ শয্যা চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী

১৫৫

চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ১৮টি আইসিইউ শয্যা চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। সেখানে তিনি উল্লেখ করেন,  আমাদের দেশের বাস্তবতায় মহামারী পরিস্থিতি দাঁড়ালে এতো আইসিইউ সাপোর্ট সরকারিভাবে দেয়া যাবে কি না, সেটা নিয়ে অনেক আলোচনা ছিলো।

কিন্তু দ্রুততম সময়ের মধ্যেই দেশে সরকারিভাবেই একটি গণস্বাস্থ্য ব্যবস্থাপনায় এ অবকাঠামো দাঁড়িয়ে গেছে। এখন এই রোগীদের মধ্যে যাদের বেশি কঠিন অবস্থা দাঁড়াবে তাদের জন্য আইসিইউ সাপোর্টের মোটামুটি ব্যবস্থা আছে।

You might also like