চট্টগ্রামে ৬টি নতুন করোনা টেস্টিং বুথ স্থাপন

করোনার নমুনা সংগ্রহের কাজে গতিশীলতা আনতে ৬টি নতুন বুথ স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম চেম্বার।

১৫৩

করোনার নমুনা সংগ্রহের কাজে গতিশীলতা আনতে ৬টি নতুন বুথ স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম চেম্বার।

এরই অংশ হিসেবে সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম প্রেসক্লাবে স্থাপিত বুথটি উদ্বোধন করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আলীসহ অন্যরা। চসিকের দেয়া তথ্যানুযায়ী, আজ শুধুমাত্র প্রেসক্লাব ও উত্তর কাট্টলীর এলাকার বুথ উদ্বোধন করা হয়েছে।

ধাপে ধাপে বাকিগুলোও উদ্বোধন করা হবে। সিটি কর্পোরেশন ও ব্র্যাকের সহযোগিতায় করা এসব বুথে প্রথমদিকে, প্রতিদিন ৩০ জনের নমুনা সংগ্রহ করা হবে। পর্যায়ক্রমে বুথ ও নমুনা সংগ্রহের সংখ্যা বাড়ানো হবে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like