চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আ. লীগ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত

১১২

চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে   ‘করোনাভাইরাস সংক্রমণরোধে করণীয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এবিএম ফজলে করিম চৌধুরীসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রামে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা বলে কিছু থাকবে না। করোনা মোকাবিলায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। একটি মহল এ ত্রাণ বিতরণ কার্যক্রম এবং করোনা মোকাবিলা কার্যক্রম নিয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like