চট্টগ্রাম ও কুমিল্লায় বন্দুকযুদ্ধে তিনজন নিহত

২৩৫

চট্টগ্রাম ও কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের খুলশীতে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়।

র‌্যাব জানায় একদল মাদক ব্যবসায়ী পাতালি হিল এলাকায় মাইক্রোবাসে করে মাদক পাচার করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি করে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই নিহত হয় ২ জন।

এদিকে কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে খোরশেদ আলম ওরফে কানা খোরশেদ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like