চট্টগ্রাম নগরীতে শুরু হল চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

১৯৬

চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হল মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২৭তম এ মেলায় দেশি-বিদেশি ৪৫০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

মঙ্গলবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্য মেলা সম্পর্কে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম।

তিনি জানান, অন্যান্য বছরের মতো থাইল্যান্ড মেলার পার্টনার কাদন্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে। থাইল্যান্ড ৪ হাজার ৫০০ বর্গফুট জায়গা নিয়ে মেলায় অংশ নেবে। এছাড়া ভারত, থাইল্যান্ড, কোরিয়ান ইরানসহ বেশ কয়েকটি দেশ মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে। আজ (বুধবার) বিকেল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংসদ এম এ লতিফ সহ অন্যরা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like