চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ ১৬ দিন বহিনোঙ্গরে বাধ্যতামূলক

১০১

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের জলসীমায় আসা সব জাহাজকে ১৬ দিন বহিনোঙ্গরে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার পর জেটে প্রবেশের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আজ (শুক্রবার) সকালে বন্দর ভবন মিলনায়তনে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্ত জানান পরিকল্পনা ও প্রশাসন বিভাগের সদস্য জাফর আলম।

এছাড়া বন্দরের সবকটি গেইটে থার্মাল স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের প্রবেশ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে এ মুহূর্তে বন্দরের অপারেশন বন্ধ করার কোনো পরিকল্পনা না থাকলেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা জানান তিনি।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like