চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৩৭

জাতীয় স্বার্থে চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ দুপুরে বন্দর ভবনে এ কথা জানান তিনি। এর আগে বন্দর ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।

বন্দরের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, বহির্নোঙরে ৩৩টি জাহাজ অপেক্ষমাণ আছে। সেগুলোতে ৩৬ হাজার কনটেইনার রয়েছে। বন্দর থেকে অফডকে কনটেইনার পাঠিয়ে জাহাজের কনটেইনার নামাতে হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের জনগণ ও বিশ্বের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছেন।

১৬ কোটি মানুষের দায়িত্ব সচেতনভাবে এ সংকট মোকাবিলা করা। এ সময় উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদসহ অন্যরা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like