চট্টগ্রাম বোর্ডে সবোর্চ্চ জিপিএ-৫ পেয়ে ১ম স্থানে চট্টগ্রাম কলেজ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.১৯ শতাংশ।
দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেন। বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন। শিক্ষাবোর্ডে এবারও সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এবং সরকারি সিটি কলেজের নাম। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, পঞ্চম অবস্থানে রয়েছে সরকারি মহিলা কলেজ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি