চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
শুরু হলো চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা।
‘সুস্থ্য দেহ সুন্দর মন, ক্রীড়াই জীবন-মৈত্রীর বন্ধন’ এ স্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোনের ব্যবস্থাপনায় শুরু হলো চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা-২০১৯। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিবি’র গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন ২৩ বিজিবি’র অধিনায়ক কর্নেল মো: মাহমুদুল হক, গুইমারা সেক্টরের জি.টু.আই মেজর মো: হামিদুর রহমান, যামিনীপাড়া জোন উপ-অধিনায়ক মেজর সৈয়দ আনসার মোহাম্মদ কাওছারসহ অন্যরা। এবার ৪টি গ্রুপে মোট ১৩টি দল খেলায় অংশগ্রহণ করবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি