চট্টগ্রাম সিটির ৪১টি ওয়ার্ডে সরকারের দেয়া ত্রাণ যেন ঠিকভাবে পৌঁছায় : নওফেল

১১০

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রাম সিটির ৪১টি ওয়ার্ডে সরকারের দেয়া ত্রাণ যেন ঠিকভাবে পৌঁছায় তা মেয়রসহ জেলা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করা হবে।

এছাড়া ত্রাণ নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান তিনি।

গতকাল বঙ্গবন্ধু যুব-ছাত্র-ঐক্য পরিষদের আহ্বায়ক, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি খলিলুর রহমান নাহিদের অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার পরামর্শ দেন এবং কেউ যদি সর্দি-কাশি বা জ্বরে আক্রান্ত হয় তাহলে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like