চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রতীক পেলেন ৬ মেয়র প্রার্থী

১২৮

সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ (সোমবার) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।

আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপির ডা. শাহাদাত হোসেন ধানের শীষ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এম এ মতিন মোমবাতি, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর আম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ চেয়ার এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।

এরপর শুরু হয় কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২১৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like