‘চতুর্থ শিল্প বিপ্লবে তাল মেলাতে প্রস্তুত করা হচ্ছে মানব সম্পদ’
চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মেলাতে দেশের মানব সম্পদ প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলে আরেকটি বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন সরকারপ্রধান।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী ও গবেষক এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদানের এ আয়োজন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যের শুরুতে উত্তাল মার্চে বাঙালির মুক্তি সংগ্রামের তাৎপর্য তুলে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী। মার্চ মাসে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে পাওয়া বড় অর্জন বলে মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা সংগ্রামীদের জন্যই দেশ আজ উন্নত, সমৃদ্ধ।
শেখ হাসিনার অভিযোগ, ৭৫ পরবর্তী সরকারগুলো দেশের শিক্ষাখাতে মনোযোগ দেয়নি বরং শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। বলেন, শিক্ষা প্রসার ও গবেষণায় আওয়ামী লীগ সরকার মনোযোগ দিয়েছে বলেই অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ।
এ সময়, ফেলোশিপপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে আত্মবিশ্বাস নিয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা।