চতুর্থ শ্রেণির সুযোগ-সুবিধা জন্য সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ

৩২৫

গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকরি জাতীয় বেতন কাঠামো অনুসারে চতুর্থ শ্রেণির সরকারি চাকরিজীবীদের সমমর্যাদায় উন্নীত করে সমপরিমাণ সুযোগ-সুবিধা দিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, থানা কমিটি ও জেলা টেন্ডার প্রতিনিধিদের নিয়ে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোকাদ্দেস হোসেন স্বপন, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের প্রধান উপদেষ্টা আলহাজ মোকাদ্দেম হোসেন, উপদেষ্টা হাজী মুজবুর রহমান, সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাদারণ সম্পাদক বজলুর রহমান বাবলু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর সহ অন্যরা।

সভায় বক্তারা গ্রাম পুলিশকে আগামি দিনে অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like