চন্দ্রকোনা ডিগ্রি কলেজে ভবনের চারপাশের কার্নিশ জুড়ে ৭৫টি মৌচাক

প্রাকৃতিকভাবে শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ডিগ্রি কলেজের চারতলা ভবনের চারপাশের কার্নিশ জুড়ে ৭৫টি মৌচাক হয়েছে । আর বেসরকারি কলেজটির আয় ফান্ডে ৫২ হাজার টাকা যোগ করেছে মৌমাছির দল। মধু ব্যবসায়ীদের কাছে কলেজ কর্তৃপক্ষ ঐসব মৌচাক বিক্রির মাধ্যমে এ টাকা আয় করে।

রাসেল নামের এক মধু সংগ্রহকারী জানান, ৪ যুবক কে সঙ্গে নিয়ে ক্রয় করে নিচ্ছে মধু, পরে খাটি মধু হিসাবে বিক্রি করছেন ভোক্তাদের নিকট ।

কলেজ অধক্ষ্য মো: কামাল আজাদ জানালেন ৫২ হাজার টাকা কলেজের মধু বিক্রি করে কলেজ উন্নয়ন ফান্ডে জমা করা হয়েছে । বিগত ৫বার এ কলেজে চাক বসিয়েছে মৌমাছিরা । কলেজে এধরনের ব্যাতিক্রমধর্মী মৌমাছির চাক বসানোর ফলে বাড়তি আয় হচ্ছে বলে কলেজ কর্তৃপক্ষ জানালেন ।

স্থানীয় রাসেল , আব্বাস মিয়া, সরফউদ্দীন, হোসেন আলীসহ অনেকেই জানান, নকলার চন্দ্রকোনা ইউনিয়ন সরিষা আবাদের জন্য বিখ্যাত। এ কারণে প্রতি বছরের মতো এবারও মৌমাছি দল বেঁধে সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য এ এলাকায় চলে আসে। এ অবস্থায় তারা তাদের সংগৃহীত মধু চাক আকারে বিভিন্ন বাড়ির বাইরের দেয়াল, সানসেড, স্কুল ও কলেজ ভবনের সুবিধাজনক জায়গায় মজুত করে। এর মধ্যে সবচেয়ে বেশি চাক হয়েছে চন্দ্রকোনা কলেজের চারতলা ভবনের চারপাশের কার্নিশে। এছাড়া আশপাশের অন্যান্য বাড়ি ঘরে অন্তত ৩০-৪০টি করে মৌচাক দেখা যায়।